কাহারোলে ইউ,পি সদস্যের বিরুদ্ধে টাকা আত্তসাৎ এর অভিযোগ।

লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৩৪:১১ সন্ধ্যা

দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন ১ নং ডাবোর ইউ পি সদস্য দত্তেশ্বর রায়-এর বিরুদ্ধে রাজস্ব উদ্বৃত্ত খাতের টাকা আতœসাতের ব্যাপক অভিযোগ উঠেছে। জানাগেছে, কাহারোল উপজেলা থেকে ১ নং ডাবোর ইউ পি এর অধিনে জয়নন্দ হাটের ৪৭৫ ফিট দির্ঘ রাস্তা ঢালাই কাজে উপজেলা রাজস্ব উদ্বৃত্ত খাতের ৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউ পি সদস্য আব্দুর রৌফ এর তথ্য অনুযায়ী তৎমধ্যে ব্যয় হয়েছে- ১। ইট-৭০০০০/- ২। রড- ১২৭৬১০/- ৩। মিস্ত্রি- ১০৭০০০/- ৪। সিমেন্ট-১৫১০৯০/- ৫। তার কাটা ও পলেথিন- ৫২১০/- ৬। খোয়া ভাঙ্গা - ১০৩০০/- ৭। বালি- ১৫৪৫০/- ও ৮। ভ্যাট -৩৫০০/- মোট = ৪৯০১৩০ টাকা ব্যয় হয়েছে। ইউ পি সদস্য আব্দুর রৌফ এর তথ্যানুযায়ী বাকি টাকা ইউ পি সদ্যস্য দত্তেশ্বর রায় আত্তসাৎ করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File